একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবাতারণা করতে কী চিহ্ন বসে?
ড্যাস
কোলন
সেমিকোলন
পূর্ণচ্ছেদ
Description (বিবরণ) :
প্রশ্ন: একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবাতারণা করতে কী চিহ্ন বসে?
ব্যাখ্যা:
একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবাতারণা করতে কোলন চিহ্ন বসে।
কোলন (:) সম্পাদনা:
একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে কোলন ব্যবহৃত হয়। বর্তমানে উদাহারণ বোঝাতেও কোলন বহুল ব্যবহৃত।
ড্যাস (—) সম্পাদনা:
যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস বসে।
কোলন ড্যাস (: - ) সম্পাদনা:
উদাহারণ বোঝাতে আগে কোলন ড্যাস ব্যবহৃত হত। বর্তমানে উদাহারণ বোঝাতে শুধু কোলন বহুল ব্যবহৃত।
সেমিকোলন বা অর্ধচ্ছেদ (;) সম্পাদনা:
কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যেমন - আরাফি এসেছিল;কিন্তু খাবার খায়নি।
Related Question
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন ব্যবহার করতে হবে ?
হাইফেন
ড্যাস
কোলন ড্যাস
কোলন
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে ?
কোলন
সেমিকোলন
ড্যাস
কমা
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারনা করতে হলে কোন যতি চিহ্ন ব্যবহৃত হয়?
সেমি কোলন
হাইফেন
কোলন
ড্যাস চিহ্ন
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে, কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয়?
ড্যাশ
সেমিকোলন
কোলন
হাইফেন
একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয়?
ড্যাশ
সেমিকোলন
কোলন
হাইফেন