একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবাতারণা করতে কী চিহ্ন বসে?

ড্যাস

কোলন

সেমিকোলন

পূর্ণচ্ছেদ


Description (বিবরণ) :

প্রশ্ন: একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবাতারণা করতে কী চিহ্ন বসে?

ব্যাখ্যা:

একটি অপূর্ণ বাক্যের শেষে অন্য বাক্যের অবাতারণা করতে কোলন চিহ্ন বসে।

কোলন (:) সম্পাদনা:

একটি অপূর্ণ বাক্যের পর অন্য একটি বাক্যের অবতারণা করতে কোলন ব্যবহৃত হয়। বর্তমানে উদাহারণ বোঝাতেও কোলন বহুল ব্যবহৃত।

ড্যাস (—) সম্পাদনা:

যৌগিক ও মিশ্র বাক্যে পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বা সংযোগ বোঝাতে ড্যাস বসে।

কোলন ড্যাস (: - ) সম্পাদনা:

উদাহারণ বোঝাতে আগে কোলন ড্যাস ব্যবহৃত হত। বর্তমানে উদাহারণ বোঝাতে শুধু কোলন বহুল ব্যবহৃত।

সেমিকোলন বা অর্ধচ্ছেদ (;) সম্পাদনা:

কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যেমন - আরাফি এসেছিল;কিন্তু খাবার খায়নি।


Related Question