একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয়?

ড্যাশ

সেমিকোলন

কোলন

হাইফেন


Description (বিবরণ) :

প্রশ্ন: একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন যতি চিহ্নটি ব্যবহৃত হয়?

ব্যাখ্যা:

বাংলা ভাষায় বিরাম বা যতি চিহ্ন ১২ টি। একটি অপূর্ণ বাক্যের পরে অপর একটি বাক্যের অবতারণা করতে হলে কোলন (:) ব্যবহৃত হয়। যেমন - সভায় সাব্যস্ত হলো: এক মাস পরে নতুন সভাপতি নির্বাচিত হবে। যৌগিক ও মিশ্র বাক্য পৃথক ভাবাপন্ন দুই বা তার বেশি বাক্যের সমন্বয় বোঝাতে ড্যাস চিহ্ন ব্যবহৃত হয়। যেমন - তোমরা দরিদ্রের উপকার কর - এতে তোমাদের সম্মান যাবে না - বাড়বে। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে, সেমিকোলন বসে। যেমন - সংসারের মায়াজালে আবদ্ধ আমরা; সে মায়ার বাঁধন কি সত্যিই দুশ্ছেদ্য? বাক্য পাঠকালে সুস্পষ্টতা বা অর্থ বিভাগ দেখানোর জন্য কমা ব্যবহৃত হয়। যেমন - সুখ চাও, সুখ পাবে পরিশ্রমে।


Related Question