'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " এটি কী?
প্রবাদ
ডাকের বচন
খনার বচন
ছড়াংশ
Description (বিবরণ) :
প্রশ্ন: 'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " এটি কী?
ব্যাখ্যা:
"বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে" - এটি একটি প্রবাদ প্রবচন। প্রদত্ত প্রবার প্রবচনের মুল ভাব হচ্ছে যে ব্যাক্তি বা বস্তুকে যে কাজে বা পরিবেশে মানায়, তাকে সেটাই করা উচিত, অন্যথা করলে কারো জন্য সেটা ভালো হয় না।
Related Question
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে -----
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
বনের পশু বনে থাকতেই ভালোবাসে
জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
প্রকৃতির রুপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে'- উক্তিটির তাৎপর্য হচ্ছে-
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
বনের পশু বনে থাকতেই ভালোবাসে
জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
প্রাকৃতিক রুপসৌন্দর্য আদি ও অকৃত্রিম
'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে--
বনের পশু বনে থাকতেই ভালবাসে
প্রকৃতি রুপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
’বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ’ উক্তিটির তাৎপর্য হচ্ছে-
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
বনের পশু বনে থাকতেই ভারবাসে
জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
প্রাকৃতিক রূপ সৌন্দর্য আদিও অকৃত্রিম