'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে'- উক্তিটির তাৎপর্য হচ্ছে-
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
বনের পশু বনে থাকতেই ভালোবাসে
জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
প্রাকৃতিক রুপসৌন্দর্য আদি ও অকৃত্রিম
Description (বিবরণ) :
প্রশ্ন: 'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে'- উক্তিটির তাৎপর্য হচ্ছে-
ব্যাখ্যা: 'বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ' বলতে বোঝায় জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর। সৃষ্টিজগতে সবকিছুই নিজ নিজ পরিবেশ ও পারিপার্শ্বিকতায় স্বাভাবিক সৌন্দর্যে অনুপমতা পায়। পরিবেশের সঙ্গে থাকে তার স্বাভাবিক ও স্বচ্ছন্দ সম্পর্ক। পরিবেশগত বৈশিষ্ট্যের অনুষঙ্গেই বিকশিত হয় তার স্বাভাবিক বৈশিষ্ট্য। পরিবেশ - বিচ্ছিন্ন হলে তার সে স্বাভাবিক সৌন্দর্য ম্লান হয়ে যায়।
Related Question
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে -----
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
বনের পশু বনে থাকতেই ভালোবাসে
জীবমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
প্রকৃতির রুপ-সৌন্দর্য আদি ও অকৃত্রিম
'বন্যেরা বনে সুন্দর , শিশুরা মাতৃক্রোড়ে ' এ উক্তিটির প্রকৃত তাৎপর্য হচ্ছে--
বনের পশু বনে থাকতেই ভালবাসে
প্রকৃতি রুপ সৌন্দর্য আদি ও অকৃত্রিম
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
জীবনমাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
'বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃক্রোড়ে " এটি কী?
প্রবাদ
ডাকের বচন
খনার বচন
ছড়াংশ
’বন্যেরা বনে সুন্দর শিশুরা মাতৃক্রোড়ে ’ উক্তিটির তাৎপর্য হচ্ছে-
আদিবাসী মানুষ অরণ্য জনপদে বাস করে
বনের পশু বনে থাকতেই ভারবাসে
জীবন মাত্রই স্বাভাবিক অবস্থানে সুন্দর
প্রাকৃতিক রূপ সৌন্দর্য আদিও অকৃত্রিম