'ভানু সিংহ কার ছদ্মনাম?

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রমথ চৌধুরি

শরৎচন্দ্র

গোলাম মোস্তফা


Description (বিবরণ) :

প্রশ্ন: 'ভানু সিংহ কার ছদ্মনাম?

ব্যাখ্যা:

'ভানু সিংহ ছদ্মনাম রবীন্দ্রনাথ ঠাকুরের।

রবীন্দ্রনাথ ঠাকুর এফআরএএস (৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ - ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।

তাকে বাংলা ভাষার সর্বশ্রেষ্ঠ সাহিত্যিক মনে করা হয়। রবীন্দ্রনাথকে “গুরুদেব”, “কবিগুরু” ও “বিশ্বকবি” অভিধায় ভূষিত করা হয়।

তার ছদ্মনাম ভানুসিংহ ঠাকুর (ভণিতা)


Related Question

' ভানুসিংহ' কার ছদ্মনাম?

রবীন্দ্রনাথ ঠাকুর

সত্যেন্দ্রনাথ দত্তের

প্রমথ চৌধুরীর

টেকচাঁদ ঠাকুরের

' ভানুসিংহ ঠাকুরের পদাবলী' ----এর রচয়িতা কে ?

ভানু বন্দ্যোপাধ্যায়

চণ্ডীদাস

রবীন্দ্রনাথ ঠাকুর

ভারতচন্দ্র চট্টোপাধ্যায়

' ভানুসিংহ ঠাকুর' কার ছদ্মনাম?

দীনবন্ধু মিত্র

রবীন্দ্রনাথ ঠাকুর

প্রমথ চৌধুরী

জীবনানন্দ দাস

ভানুসিংহ কার ছদ্মনাম ?

প্রমথ চৌধুরী

মোহিতলাল মজুমদার

রবীন্দ্রনাথ ঠাকুর

রামমোহন

'ভানুসিংহ ঠাকুরের পদাবলি'-এর রচয়িতা কে?

ভানু বন্দ্যোপাধ্যায়

চণ্ডীদাস

রবীন্দ্রনাথ ঠাকুর

ভারতচন্দ্র

'ভানুমতির খেল' প্রবচনটি বোঝায়-

চালবাজি

ভেলকিবাজি

ফটকাবাজি

ফেরববাজি