ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি ?

কপালকুন্ডলা

নীলদর্পণ

মরুশিখা

মেঘনাদবধ

কোনটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ কোনটি ?

ব্যাখ্যা:

ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ নীলদর্পণ।

নীল দর্পণ হল দীনবন্ধু মিত্র রচিত একটি বাংলা নাটক। এই নাটকের পটভূমি নীল চাষের জন্য সাধারণ কৃষকদের উপর ইংরেজ শাসকদের অত্যাচার ও নিপীড়ন।


Related Question

ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রিনটির নাম -----

এগার সিন্দুর এক্সপ্রেস

পারাবত এক্সেপ্রেস

উপকূল এক্সপ্রেস

সৈকত এক্সপ্রেস

বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন কে?

নবাব সিরাজউদ্দৌলা

নবাব মুর্শিদকুলি খান

সুবেদার ইসলাম খান

নবাব শায়েস্তা খাঁ

ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থের নাম কি?

কপালকুন্তলা

নীলদর্পণ

মরুশিখা

মেঘনাদ বধ

কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?

নবাব সিরাজউদ্দৌলা

নবাব মুর্শিদকুলি খাঁ

সুবাদার ইসলাম খান

নবাব শায়েস্ত খান

ঢাকা থেকে প্রকাশিত হয় কোন পত্রিকাটি?

অরণি

পরিচয়

নবশক্তি

ক্রান্তি

রেলপথে ঢাকা থেকে খুলনার দূরত্ব কত?

৬২৭ কি.মি.

৫২৯ কি.মি.

৪১২ কি.মি.

৩০৭ কি.মি.