বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন কে?
নবাব সিরাজউদ্দৌলা
নবাব মুর্শিদকুলি খান
সুবেদার ইসলাম খান
নবাব শায়েস্তা খাঁ
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদ স্থানান্তর করেন কে?
ব্যাখ্যা:
মুর্শিদকুলী খান (১৭০০ - ১৭২৭) বাংলায় নওয়াবী শাসনের প্রতিষ্ঠাতা। বাংলায় মুর্শিদকুলী খানের কর্মজীবন শুরু হয় প্রাদেশিক দীউয়ান হিসেবে। একে একে বাংলা ও উড়িষ্যার নাজিম বা গভর্নর, বিহারের দীউয়ান এবং কয়েকটি জেলার ফৌজদারের পদ অলঙ্কৃত করার পর আঠারো শতকের প্রথম দিকে তাঁর কর্মজীবনের সমাপ্তি ঘটে।
Related Question
কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন 'জান্নাতাবাদ'?
বাবর
হুমায়ুন
আকবর
জাহাঙ্গীর
ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
১২০৬ খ্রিঃ
১৩১০ খ্রিঃ
১৫২৬ খ্রিঃ
১৬১০ খ্রিঃ
রূপসী বাংলার কবি -----
জসীমউদ্দীন
জীবনানন্দ দাশ
কালিদাস রায়
সত্যেন্দ্রনাথ দত্ত
মহাস্থানগড় এক সময় বাংলার রাজধানী ছিল, তখন তার নাম ছিল ------
মহাস্থান
কর্ণসুবর্ণ
পুণ্ড্রনগর
রামাবতী
কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন?
নবাব সিরাজউদ্দৌলা
নবাব মুর্শিদকুলি খাঁ
সুবাদার ইসলাম খান
নবাব শায়েস্ত খান
কোন নগরীতে মোঘল আমলে সুবে বাংলার রাজধানী ছিল?
গৌড়
সোনারগাঁও
ঢাকা
হুগলী