সম্প্রতি ভূমিকম্পের ফলে জাপানের কোন পারমানবিক কেন্দ্র থেকে তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে?
সেন্দাই
তিয়ানজিং
সুনিক
ফুকুশিমা
কোনটিই নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: সম্প্রতি ভূমিকম্পের ফলে জাপানের কোন পারমানবিক কেন্দ্র থেকে তেজষ্ক্রিয়তা ছড়িয়ে পড়েছে?
ব্যাখ্যা:
ওই ভূমিকম্পের কারণে জাপানের ইতিহাসে সবচেয়ে বড় পারমাণবিক বিপর্যয়ের সৃষ্টি হয়। ফুকুশিমা দাইচি পারমাণবিক কেন্দ্রের তিনটি চুল্লি ক্ষতিগ্রস্ত হয়, তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে। তখন ওই এলাকা থেকে এক লাখের বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছিল।
Related Question
'এশিয়া ওয়াচ ' কর্তৃক সম্প্রতি উৎঘাটিত কোন অপরাধের জন্য চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র Special 301 প্রয়োগ করার বিবেচনা করে?
জুন ১৯৮৯ সালে তিয়ানমেন স্কোয়ারে সংঘটিত ট্রাজেডি
জেলাখানার কয়েদীদের শ্রমে উৎপাদিত দ্রব্য রপ্তানি
পাকিস্তানের কাছে মিসাইল বিক্রি
আলজিরিয়ার কাছে পারমাণবিক যুদ্ধাস্ত্রের প্রযুক্তি বিক্রয়
' করনার স্টোন অব পিস' --এই স্মৃতিসৌধটি সম্প্রতি স্থাপিত হয়েছে ----
মাকাও
হাইতি
ওকিনাওয়া
ভিয়েতনাম
কোন দেশের একজন উপ-প্রধানমন্ত্রী সম্প্রতি বরখাস্ত হয়েছেন?
সিঙ্গাপুর
থাইল্যান্ড
ইন্দোনেশিয়া
মালয়েশিয়া
ইউরোপের কোন দেশে সম্প্রতি জাতিসত্তা সংঘাতের সমস্যাটির সমাপ্তি হয়েছে একটি শান্তি চুক্তির মাধ্যমে?
স্কটল্যান্ড
আয়ারল্যান্ড
নেদারল্যান্ড
সুইজারল্যান্ড
সম্প্রতি কোন দেশকে কমনওয়েলথ থেকে বহিষ্কার করা হয়েছে?
গাম্বিয়া
শ্রীলংকা
পাকিস্তান
ভারত