বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকরি/কাজ করতেন?
বিমানবাহিনী
নৌ-বাহিনী
সেনাবাহিনী
কোন বাহিনীতে নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকরি/কাজ করতেন?
ব্যাখ্যা: বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ১৯৫৩ সালের পাকিস্তান নৌবাহিনীতে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যোগদান করেন। ১৯৬৫ সালে তাকে নৌবাহিনীর আর্টিফিসার হিসেবে নিযুক্ত করা হয়। ১৯৬৮ সালে তাকে চট্রগ্রামের পিএএএস বখতিয়ার নৌঘাঁটিতে বদলি করা হয়। ১৯৭১ সালের এপ্রিল তিনি গোপনে মুক্তিযুদ্ধে অংশ নেন। সেপ্টেম্বর মাসে তিনি নবগঠিত বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেন এবং ১০ ডিসেম্বর ১৯৭১ শহীদ হন।
Related Question
বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
সাত
আট
ছয়
পাঁচ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
সিপাহী
ল্যান্সনায়েক
লেফটেন্যান্ট
ক্যাপ্টেন
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
সিপাহী
ল্যান্স নায়েক
হাবিলদার
ক্যাপ্টেন
বাংলাদেশরর সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি "বীরশ্রেষ্ঠ " কতজনকে দেয়া হয়েছে ?
১১ জন
১৬ জন
৭ জন
৩ জন
মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান ' বীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয়?
৯ জন
৭ জন
৮ জন
১০ জন