বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
সিপাহী
ল্যান্সনায়েক
লেফটেন্যান্ট
ক্যাপ্টেন
Description (বিবরণ) :
প্রশ্ন: বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
ব্যাখ্যা:
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি ছিল সিপাহী।
মোহাম্মদ হামিদুর রহমান (২ ফেব্রুয়ারি ১৯৫৩ - ২৮ অক্টোবর ১৯৭১) বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী একজন শহীদ মুক্তিযোদ্ধা।
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে চরম সাহসিকতা আর অসামান্য বীরত্বের স্বীকৃতিস্বরূপ যে সাতজন বীরকে বাংলাদেশের সর্বোচ্চ সামরিক সম্মান “বীর শ্রেষ্ঠ” উপাধিতে ভূষিত করা হয় তিনি তাদের অন্যতম।
মাত্র ১৮ বছর বয়সে শহীদ হওয়া হামিদুর রহমান সাত জন বীর শ্রেষ্ঠ পদকপ্রাপ্ত শহীদ মুক্তিযোদ্ধাদের মধ্যে সর্বকনিষ্ঠ।
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী ছিল সিপাহী।
Related Question
বীরশ্রেষ্ঠ রুহুল আমিন কোথায় চাকরি/কাজ করতেন?
বিমানবাহিনী
নৌ-বাহিনী
সেনাবাহিনী
কোন বাহিনীতে নয়
বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত?
সাত
আট
ছয়
পাঁচ
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবি কি ছিল?
সিপাহী
ল্যান্স নায়েক
হাবিলদার
ক্যাপ্টেন
বাংলাদেশরর সর্বোচ্চ বীরত্বসূচক উপাধি "বীরশ্রেষ্ঠ " কতজনকে দেয়া হয়েছে ?
১১ জন
১৬ জন
৭ জন
৩ জন
মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য কয়জনকে সর্বোচ্চ সম্মান ' বীরশ্রেষ্ঠ' খেতাব দেয়া হয়?
৯ জন
৭ জন
৮ জন
১০ জন