জার্মানির প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন পদের নাম-

ভাইস চ্যান্সেলর

চ্যান্সেলর

সেক্রেটারী

এক্সচেকার


Description (বিবরণ) :

প্রশ্ন: জার্মানির প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন পদের নাম-

ব্যাখ্যা:

'চ্যান্সেলর' জার্মানির প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন পদ।

অ্যাঞ্জেলা মার্কেল হলেন এদেশের প্রথম নারী চ্যান্সেলর।

সঠিক উত্তর - চ্যান্সেলর।


Related Question

জার্মানির মুদ্রার নাম --

মার্ক

দিনার

পেসো

ইউরো

নিচের জার্মানির কোন রাজা ইংল্যান্ডের সিংহাসনে বসেন?

দ্বিতীয় জর্জ

প্রথম জর্জ

তৃতীয় জর্জ

জার্মানির চ্যান্সেলারের নাম কী?

এ্যাঞ্জেলা মার্কেল

ইম্যানুয়াল ম্যাখরো

রিসেপ এরদোগান

ভ্লাদিমির পুতিন

জার্মানির বর্তমান চ্যন্সেলরের নাম কি?

শ্রোয়েডার

এঞ্জেলা মার্কেল

হেলমুট স্মিথ

হেলমুট কোল

জার্মানির বননির্বাচিত চ্যান্সেলরের নাম কি?

মার্কেল

শ্রোয়েডার

হেলমুট কোল

হেলমুট স্মিথ

পূর্ব জার্মানির অবলুপ্তি কবে ঘোষিত হয়?

১৯৯০ সালে

১৯৮৯ সালে

১৯৯১ সালে

১৯৮৮ সালে