পূর্ব জার্মানির অবলুপ্তি কবে ঘোষিত হয়?

১৯৯০ সালে

১৯৮৯ সালে

১৯৯১ সালে

১৯৮৮ সালে


Description (বিবরণ) :

প্রশ্ন: পূর্ব জার্মানির অবলুপ্তি কবে ঘোষিত হয়?

ব্যাখ্যা:

১৯৮৯ সালের ৯ নভেম্বর জার্মান একীভূত হওয়ার ঘোষণার সাথে সাথে বার্লিন প্রাচীর ভেঙে দেয়া হয়। স্নায়ুযুদ্ধের অবসান হয়। দুই জার্মানি আবারো একীভূত হয়।

সোভিয়েত ইউনিয়নের প্রেসিডেন্ট মিখাইল গর্বাচেভের উদারীক নীতিমালা গ্রহণ করলে দেশটি বহুভাগে বিভক্ত হয়। একে একে সকল রাজ্য স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে।


Related Question

'পূর্বাশা' দ্বীপের অপর নাম-----

নিঝুম দ্বীপ

সেন্টমার্টিন দ্বীপ

দক্ষিণ তালপট্টি দ্বীপ

কুতুবদিয়া দ্বীপ

শ্যাম দেশ কোন দেশের পূর্বনাম?

থাইল্যান্ড

ইন্দোনেশিয়া

ইরাক

সিরিয়া

১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?

২ অক্টোবর (সকালে)

২ অক্টোবর (মাঝরাতে)

১ অক্টোবর (দুপুরে)

৩ অক্টোবর (মাঝরাতে)

"সুধারাম" কোন জেলার পূর্বনাম?

যশোর

নোয়াখালী

বরিশাল

দিনাজপুর

' যা পূর্বে ছিল এখন নেই' -এক কথায় কি হবে?

অপূর্ব

অদৃষ্টপূর্ব

অভূতপূর্ব

ভূতপূর্ব

পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন কবে প্রণীত হয়?

১৯৫০ সালে

১৯৪৮ সালে

১৯৪৭ সালে

১৯৫৪ সালে