' যা পূর্বে ছিল এখন নেই' -এক কথায় কি হবে?
অপূর্ব
অদৃষ্টপূর্ব
অভূতপূর্ব
ভূতপূর্ব
Description (বিবরণ) :
প্রশ্ন: ' যা পূর্বে ছিল এখন নেই' -এক কথায় কি হবে?
ব্যাখ্যা: অভিধানমতে, ভূতপূর্ব শব্দের অর্থ আগেকার, পূর্বে ছিল কিন্তু এখন নেই এমন। সুতরাং, বিশেষণ হিসেবে ব্যবহৃত 'প্রাক্তন' শব্দের অর্থ ভূতপূর্ব বা প্রাক্তন শিক্ষার্থী নয়, এর অর্থ আগে ছিল, কিন্তু এখন নেই এমন। যে কেউ প্রাক্তন হতে পারে এবং কে প্রাক্তন তা 'প্রাক্তন' শব্দের সঙ্গে উল্লেখ করতে হয়।
Related Question
যে তিনটি মুখ্য বর্ণের সমন্বয়ে অন্যান্য বর্ণ সৃষ্টি করা যায় সেগুলো হলো-----
লাল, হলুদ, নীল
লাল, কমলা, বেগুনী
হলুদ, সবুজ, নীল
লাল, নীল, সবুজ
বৈদ্যুতিক মটর এমন একটি যন্ত্রকৌশল, যা ------
তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে
তাপ শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে
যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিকে রূপান্তরিত করে
তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিকে রূপান্তরিত করে
মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যা রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় -----
পরমাণু
ইলেকট্রন
অণু
প্রোটন
ঢাকা থেকে সরাসরি নোয়াখালী যাওয়ার আন্তঃমহানগরীয় ট্রিনটির নাম -----
এগার সিন্দুর এক্সপ্রেস
পারাবত এক্সেপ্রেস
উপকূল এক্সপ্রেস
সৈকত এক্সপ্রেস
"এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধবমুখী কৃষ্ণচূড়ার নীচে সেখানে আমি কাঁদতে আসিনি" এর রচয়িতা -----
জহির রায়হান
গাফ্ফার চৌধুরী
শামসুর রাহমান
মাহবুব-উল-আলম চৌধুরী
সেন্টমার্টিন দ্বীপে কোন ধরনের খনিজ সম্পদ পাওয়া যায়?
সিলিকা বালু
চীনা মাটি
চুনা পাথর
খনিজ বালি