জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ -----
ধূসর পাণ্ডুলিপি
নাম রেখেছি কোমল গান্ধার
একক সন্ধ্যায় বসন্ত
অন্ধকারে একা
Description (বিবরণ) :
প্রশ্ন: জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ -----
ব্যাখ্যা: ধূসর পান্ডুলিপি কবি জীবনানন্দ দাশের দ্বিতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি ১৯৩৬ খ্রিষ্টাব্দে (১৩৪৩ বঙ্গাব্দ) ভারতে প্রকাশিত হয়। জীবনানন্দ এই বইটি কবি বুদ্ধদেব বসুকে উৎসর্গ করেন।
Related Question
জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ
রূপসী বাংলা
বনলতা সেন
ছাড়পত্র
সারাদুপুর
কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ ?
বেলা অবেলা কালবেলা ও ধূসর পান্ডলিপি
বনলতা সেন ও উত্তর ফাল্গনী
ঝরা পালক ও রাখালী
ছাড়পত্র ও বনলতা সেন
জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?
বরিশাল জেলা
ফরিদপুর জেলা
ঢাকা জেলা
রাজশাহী জেলা
জীবনানন্দ দাশের জন্ম কত সালে?
১৮৯৮
১৮৯৯
১৮৯৭
১৮৯৬
জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?
ধূসর পাণ্ডুলিপি
কবিতার কথা
ঝরা পালকের কবি
দুর্দিনের যাত্রী
জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি?
চতুরঙ্গ
অন্ধকারে একা
ধূসর পান্ডুলিপি
আরণ্যক