জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?

ধূসর পাণ্ডুলিপি

কবিতার কথা

ঝরা পালকের কবি

দুর্দিনের যাত্রী


Description (বিবরণ) :

প্রশ্ন: জীবনানন্দ দাশের প্রবন্ধগ্রন্থ কোনটি?

ব্যাখ্যা: তিমির হননের কবি জীবনানন্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪) - এর প্রবন্ধগ্রন্থ 'কবিতার কথা' (১৯৫৪)। তার রচিত কাব্যগ্রন্থ: 'ঝরাপালক' (১৯২৭), 'ধূসর পাণ্ডুলিপি' (১৯৩৬), 'বনলতা সেন ' (১৯৪২) , সাতটি তারার তিমির ' (১৯৪৮) , 'রুপালী বাংলা' (১৯৫৭)। উপন্যাস : 'মাল্যবান' (১৯৭৩) , 'সতীর্থ (১৯৭৪) । 'দুর্দিনের যাত্রী' (১৯২২) এবং 'যুগবাণী' (১৯২৬) কাজী নজরুল ইসলাম রচিত প্রবন্ধ গ্রন্থ।


Related Question

জীবনানন্দ দাশের একটি বিখ্যাত কবিতার নামঃ

রূপসী বাংলা

বনলতা সেন

ছাড়পত্র

সারাদুপুর

কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ ?

বেলা অবেলা কালবেলা ও ধূসর পান্ডলিপি

বনলতা সেন ও উত্তর ফাল্গনী

ঝরা পালক ও রাখালী

ছাড়পত্র ও বনলতা সেন

জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ -----

ধূসর পাণ্ডুলিপি

নাম রেখেছি কোমল গান্ধার

একক সন্ধ্যায় বসন্ত

অন্ধকারে একা

জীবনানন্দ দাশের জন্মস্থান কোন জেলায়?

বরিশাল জেলা

ফরিদপুর জেলা

ঢাকা জেলা

রাজশাহী জেলা

জীবনানন্দ দাশের জন্ম কত সালে?

১৮৯৮

১৮৯৯

১৮৯৭

১৮৯৬

জীবনানন্দ দাশের রচিত কাব্যগ্রন্থ কোনটি?

চতুরঙ্গ

অন্ধকারে একা

ধূসর পান্ডুলিপি

আরণ্যক