প্রথম সার্থক বাংলা নাটক --
শর্মিষ্ঠা
কৃষ্ণকুমারী
শাজাহান
বসন্ত
Description (বিবরণ) :
প্রশ্ন: প্রথম সার্থক বাংলা নাটক --
ব্যাখ্যা:
প্রথম সার্থক বাংলা নাটক - - শর্মিষ্ঠা।
মহাকবি মাইকেল মধুসূদন দত্ত (২৫ জানুয়ারি ১৮২৪ – ২৯ জুন ১৮৭৩) ঊনবিংশ শতাব্দীর অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার এবং প্রহসন রচয়িতা।
তাকে বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব গণ্য করা হয়। আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবেও তিনি পরিচিত। শর্মিষ্ঠা ১৮৫৯ বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাটক।
Related Question
বাংলা সাহিত্যে প্রথম সার্থক উপন্যাস কোনটি ?
নববাবু বিলাস
ফুলমনি ও করুনার বিবরণ
দুর্গেশনন্দিনী
অঙ্গুরীয় বিনিময়
বাংলা সাহিত্যে প্রথম সার্থক ট্রাজেডি নাটক কোনটি?
কৃষ্ণকুমারী
শর্মিষ্ঠা
সধবার একাদশী
নীলদর্পণ
বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য কোনটি?
বৃত্রসংহার কাব্য
ত্রয়ীকাব্য
মহাশ্মশান
মেঘনাদবধ কাব্য
বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস 'দুর্গেশনন্দিনী' কত সালে রচিত ?
১৮৫৯
১৮৬০
১৮৬১
১৮৬৫
বাংলা সাহিত্যের প্রথম সার্থক ঔপন্যাসিক কে?
দীনবন্ধু মিত্র
বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়
রবীন্দ্রনাথ ঠাকুর
ইশ্বর চন্দ্র বিদ্যাসাগর
বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস কোনটি?
আলালের ঘরের দুলাল
নববাবু বিলাস
দুর্গেশনন্দিনী
গৃহদাহ