'ভালো নিজেকে জাহির করে না , অনেক সময়ই তাকে খুঁজে বের করতে হয়্।' এই বাক্যে 'ভালো' শব্দটি কোন পদ?

বিশেষ্য

বিশেষণ

সর্বনাম

অব্যয়


Description (বিবরণ) :

প্রশ্ন: 'ভালো নিজেকে জাহির করে না , অনেক সময়ই তাকে খুঁজে বের করতে হয়্।' এই বাক্যে 'ভালো' শব্দটি কোন পদ?

ব্যাখ্যা:

"ভালো নিজেকে জাহির করে না, অনেক সময়ই তাকে খুজে বের করতে হয়" - এখানে ভালো একটি বিশেষ্য পদ।

যে বিশেষ্য পদ দ্বারা ভালো, দোষ, গুন, অবস্থা বোঝায় তাকে গুণবাচক বিশেষ্য বলে। তাই ভালো এখানে গুণবাচক বিশেষ্য।


Related Question

'ডাক্তার সাহেবের হাতযশ ভালো' এ বাক্যে 'হাত' ব্যবহৃত হয়েছেঃ

অধিকার অর্থে

বশ অর্থে

অভ্যাস অর্থে

নিপুণতা

ভালো করে পড়লে সফল হবে- বাক্যটিতে ক্রিয়ার কোন ভাবের প্রয়োগ ঘটেছে ?

নির্দেশকভাবে

অনুজ্ঞাভাব

সাপেক্ষভাব

আকাঙ্ক্ষা প্রকাশকভাবে

ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব?

নেটওয়ার্কের মাধ্যমে যুক্ত একাধিক কম্পিউটার সার্ভার

একটি বিশাল ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সার্ভার

ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেয়া

উপরের কোনোটিই নয়

একজন ভালো শিক্ষকের কি কি যোগ্যতা ও দক্ষতা দরকার?

জ্ঞানী ও শিক্ষিত হতে হবে

বিষয়ে ব্যুৎপত্তি থাকা দরকার

পড়ানো ও শাসন করার দক্ষতা

পড়ানো, সঠিক পরিচালনা ও গাইড করা

Choose the appropriate translation of 'তুমি আমাকে এটি আগে দিতে পারলে ভালো হত।'

It would have been better if you could give it to me earlier

It could have been better if you could give it earlier

It should have been better if you gave it to me earlier

Giving it to me earlier should have been better

'যিনি ভালো ব্যাকরণ জানেন' তিনি হলেন--

ব্যাকরণ বিশেষজ্ঞ

ব্যাকরণবিদ

বৈয়াকরণ

বৈয়াকরণিক