বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক?
বকধার্মিক, ভিজা বেড়াল
রুই-কাতলা, কেউকেটা
বকধার্মিক, বিড়াল তপস্বী
অমাবশ্যার চাঁদ, আকাশ কুসুম
Description (বিবরণ) :
প্রশ্ন: বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থক বাচক?
ব্যাখ্যা:
'বকধার্মিক' ও 'বিড়াল তপস্বী' বাগধারার অর্থ যথাক্রমে : কপট সাধু, ভন্ড ধার্মিক।
তাই বাগধারা যুগলদের মধ্যে বকধার্মিক ও বিড়াল তপস্বী বাগধারা সর্বাধিক সমর্থক বাচক।
Related Question
'বর্ণচোরা' বাগধারাটির অর্থ হলোঃ
পাকা আম
কপটচারী
কপটহীন ব্যক্তি
ভণ্ডসাধু
'নিরানব্বইয়ের ধাক্কা' বাগধারাটির অর্থঃ
তীরে পৌঁছার ঝাক্কি
সঞ্চয়ের প্রবৃত্তি
মুমূর্ষু অবস্থা
আসন্ন বিপদ
বাগধারা যুগলদের মধ্যে কোন জোড়া সর্বাধিক সমার্থবাচক?
অমাবস্যার চাঁদ; আকাশ কুসুম
বক ধার্মিক; বিড়াল তপস্বী
রুই-কাতলা; কেউ কেটা
বক ধার্মিক; ভিজে বেড়াল
'গোঁফ-খেজুরে' -এই বাগধারার অর্থ কি?
আরামপ্রিয়
উদাসীন
নিতান্ত অলস
পরমুখাপেক্ষী
'রাবণের চিতা' বাগধারাটির অর্থ কি?
অনিষ্টে ইষ্ট লাভ
চির অশান্তি
অরাজক দেশ
সামান্য কিছু নিয়ে ঝগড়া বাধানো
যার কোনো মূল্য নেই, তাকে বাগধারা দিয়ে প্রকাশ করলে কোনটি হয়?
ডাকাবুকা
তুলশী বনের বাঘ
তামার বিষ
ঢাকের বাঁয়া