কোনটি অস্তিবাচক বাক্য?
পৃথিবী চিরস্থায়ী নয়
ওকে চেনাই যায় না
কথাটা না মেনে উপায় নেই
জায়গাটা নির্জন
Description (বিবরণ) :
প্রশ্ন: কোনটি অস্তিবাচক বাক্য?
ব্যাখ্যা:
অস্তিবাচক বাক্য: যে বাক্যে সমর্থনের মাধ্যমে কোন কিছু বর্ণনা করা হয়, তাকে অস্তিবাচক বাক্য বলে। যেমন: জায়গাটা নির্জন। এখানে জায়গাটির বর্ণনা বুঝানো হয়েছে। তাই "জায়গাটা নির্জন " - বাক্যটি অস্তিবাচক।
Related Question
শুদ্ধ বানান কোনটি?
মূমুর্ষু
মুমূর্ষু
মূমুর্ষ
মুমূর্ষ
গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?
শবপোড়া
মড়াদাহ
শবদাহ
শবমড়া
'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?
কারো পৌষ মাস, কারো সর্বনাশ
চাল না চুলো, ঢেঁকী না কুলো
সাপও মরে, লাঠিও না ভাঙ্গে
বোঝার উপর, শাকের আঁটি
শুদ্ধ বাক্য কোনটি?
দুর্বলবশত অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল
দুর্বলতাবশত অনাথা বসে পড়ল
দুর্বলবশত অনাথা বসে পড়ল
কোনটি তদ্ভব শব্দ ?
চাঁদ
সূর্য
নক্ষত্র
গগন
নিচের কোনটি সঠিক?
বিদ্রোহী-কাব্য গ্রন্থ
শেষের কবিতা-নাট্য গ্রন্থ
বিষবৃক্ষ-উপন্যাস
নৌকা ডুবি-গল্প গ্রন্থ