নিচের কোনটি সঠিক?

বিদ্রোহী-কাব্য গ্রন্থ

শেষের কবিতা-নাট্য গ্রন্থ

বিষবৃক্ষ-উপন্যাস

নৌকা ডুবি-গল্প গ্রন্থ


Description (বিবরণ) :

প্রশ্ন: নিচের কোনটি সঠিক?

ব্যাখ্যা:

বিষবৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি উপন্যাস। এটি বঙ্কিমচন্দ্রের চতুর্থ বাংলা উপন্যাস এবং তাঁর বিষবৃক্ষ - কৃষ্ণকান্তের উইল - রজনী গার্হস্থ্যধর্মী উপন্যাসত্রয়ীর অন্যতম। ১২৭৯ বঙ্গাব্দের বৈশাখ সংখ্যা (১৮৭২) থেকে চৈত্র সংখ্যা (১৮৭৩) পর্যন্ত বঙ্গদর্শন পত্রিকায় মোট বারোটি কিস্তিতে বিষবৃক্ষ উপন্যাসটি প্রকাশিত হয়।

চরিত্রঃ নগেন্দ্রনাথ সূর্যমুখী,কুন্দনন্দিনী

বিদ্রোহী - কাজী নজরুল ইসলাম এর বিখ্যাত কবিতা

নৌকা ডুবি - রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস

 


Related Question

নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?

আমি আর গেলাম না

এবার মাছ ধরা যাক

আম বোধ হয় পেঁকেছে

কুকুর লোকটিকে কামড়ালো

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----

পেট্রোলিয়াম

কয়লা

প্রাকৃতিক গ্যাস

বায়োগ্যাস

নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?

লিনাক্স

মজিলা

উবুন্টু

উইন্ডোজ

নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?

মনিটর

স্পিকার

প্রিন্টার

মাউস