কোন শাসনামলে বাংলা লিপির স্থীয়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয় ?
সেন আমলে
গুপ্ত আমলে
পাঠান আমলে
পাল আমলে
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন শাসনামলে বাংলা লিপির স্থীয়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয় ?
ব্যাখ্যা:
পাল শাসনামলে বাংলার বাংলা লিপির প্রাধান্য পরিলক্ষিত হয় এবং কালক্রমে তা একচ্ছত্র প্রভাব বিস্তার করে সেন বংশের শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়। পরবর্তী দুইশত বছর ধরে অক্ষর গঠনের ধারাবাহিকতা রক্ষিত হলেও পনের শতকে এসে তা মোটামুটি স্থায়ী রূপ লাভ করে।
Related Question
কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিলো?
পাল আমলে
সেন আমলে
গুপ্ত আমলে
পাঠান আমলে
কোনটিই নয়
কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?
সেন আমলে
গুপ্ত আমলে
পাঠান আমলে
পাল আমলে
কোনোটিই নয়