কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিলো?
পাল আমলে
সেন আমলে
গুপ্ত আমলে
পাঠান আমলে
কোনটিই নয়
Description (বিবরণ) :
প্রশ্ন: কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিলো?
ব্যাখ্যা:
পাল শাসনামলে চর্যাপদ রচিত হয়।পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল।ধর্মপাল এবং দেবপালের শাসনকাল ছিল এ বংশের উদীয়মান প্রতিপত্তির যুগ।বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ পাল শাসনামলে রচিত হয়।পাল শাসনামলে সবার নামের শেষে পাল কথাটি ছিল,আর পাল শব্দের অর্থ - রক্ষাকর্তা।
Related Question
কোন শাসনামলে বাংলা লিপির স্থীয়ীরুপ তৈরি করে করে অক্ষর গঠনের কাজ শুরু করা হয় ?
সেন আমলে
গুপ্ত আমলে
পাঠান আমলে
পাল আমলে
কোন শাসনামলে বাংলা লিপির স্থায়ী রূপ তৈরি করে অক্ষর গঠনের কাজ শুরু হয়?
সেন আমলে
গুপ্ত আমলে
পাঠান আমলে
পাল আমলে
কোনোটিই নয়