কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিলো?

পাল আমলে

সেন আমলে

গুপ্ত আমলে

পাঠান আমলে

কোনটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন শাসনামলে চর্যাপদ রচিত হয়েছিলো?

ব্যাখ্যা:

পাল শাসনামলে চর্যাপদ রচিত হয়।পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল।ধর্মপাল এবং দেবপালের শাসনকাল ছিল এ বংশের উদীয়মান প্রতিপত্তির যুগ।বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ পাল শাসনামলে রচিত হয়।পাল শাসনামলে সবার নামের শেষে পাল কথাটি ছিল,আর পাল শব্দের অর্থ - রক্ষাকর্তা।