জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?

সুইজারল্যান্ড

পোল্যান্ড

অস্ট্রিয়া

ডেনমার্ক


Description (বিবরণ) :

প্রশ্ন: জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে?

ব্যাখ্যা:

জার্মানি ব্যতিরেকে অস্ট্রিয়া প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে।

জার্মানিতে প্রায় সাড়ে সাত কোটি মানুষ জার্মান ভাষায় কথা বলেন। অস্ট্রিয়াতে ৭৫ লক্ষ, সুইজারল্যান্ডে প্রায় ৫০ লক্ষ এবং কাজাকিস্তানে ১০ লক্ষ মানুষের মাতৃভাষা জার্মান।

এছাড়া লিশ্‌টেনশ্‌টাইন, লুক্সেমবুর্গ, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, রোমানিয়া, চেক প্রজাতন্ত্র, হাঙ্গেরি, ও রাশিয়া - তেও জার্মান ভাষাভাষীরা বাস করেন। পর্তুগাল, স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ড্‌স, এবং স্ক্যান্ডিনেভিয়ায় অনেক বিদেশী জামার্ন ভাষাভাষীও (অর্থাৎ মাতৃভাষী নন, কিন্তু স্বচ্ছন্দে জার্মান বলেন) দেখতে পাওয়া যায়।


Related Question

দ্বিতীয় মহাযুদ্ধে জার্মানি আত্নসমর্পণ করে------

১৯৪২ সালের নভেম্বর মাসে

১৯৪৩ সালের ফেব্রুয়ারি মাসে

১৯৪৫ সালের এপ্রিল মাসে

১৯৪৫ সালের সেপ্টেম্বর মাসে

১৯৯০ সালের কোন তারিখে পূর্ব ও পশ্চিম জার্মানি পুনরায় একটি রাষ্ট্র গঠন করে?

২ অক্টোবর (সকালে)

২ অক্টোবর (মাঝরাতে)

১ অক্টোবর (দুপুরে)

৩ অক্টোবর (মাঝরাতে)

দুই জার্মানি একত্রিত হয় কত সালে?

১৯৯০ সালে

১৯৯১ সালে

১৯৯২ সালে

১৯৯৫ সালে

জার্মানির প্রধানমন্ত্রীর মর্যাদাসম্পন্ন পদের নাম-

ভাইস চ্যান্সেলর

চ্যান্সেলর

সেক্রেটারী

এক্সচেকার

আনুষ্ঠানিকভাবে দুই জার্মানি একত্রিত হয়---

২ অক্টোবর, ১৯৯০

৩ অক্টোবর , ১৯৯০

৪ নভেম্বর , ১৯৯০

৫ ডিসেম্বর, ১৯৯০

জার্মানির মুদ্রার নাম --

মার্ক

দিনার

পেসো

ইউরো