কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?

UNV

DTCD

UNFPA

UNDP


Description (বিবরণ) :

প্রশ্ন: কোনটি জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক-বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম?

ব্যাখ্যা:

UNDP জাতিসংঘের বহুমুখী কারিগরি ও প্রাক - বিনিয়োগ সহযোগিতা বাস্তবায়নের সর্ববৃহৎ মাধ্যম।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচী (United Nations Development Programme) বা ইউএনডিপি (UNDP) জাতিসংঘ সাধারণ পরিষদের একটি সহায়ক সংস্থা।

১৯৬৫ সালের ২২শে নভেম্বর এই সংস্থা প্রতিষ্ঠিত হয়। উন্নয়নশীল দেশ সমূহে সম্পদের পরিকল্পিত ব্যবহার এবং সম্পদ আহরণে সাহায্য করা এই সংস্থার উদ্দেশ্য। প্রয়োজনীয় ক্ষেত্রে এই সংস্থা আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এই সংস্থার সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত।


Related Question

শুদ্ধ বানান কোনটি?

মূমুর্ষু

মুমূর্ষু

মূমুর্ষ

মুমূর্ষ

গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি?

শবপোড়া

মড়াদাহ

শবদাহ

শবমড়া

'উভয়কূল রক্ষা' অর্থে ব্যবহৃত প্রবচন কোনটি?

কারো পৌষ মাস, কারো সর্বনাশ

চাল না চুলো, ঢেঁকী না কুলো

সাপও মরে, লাঠিও না ভাঙ্গে

বোঝার উপর, শাকের আঁটি

শুদ্ধ বাক্য কোনটি?

দুর্বলবশত অনাথিনী বসে পড়ল

দুর্বলতাবশতঃ অনাথিনী বসে পড়ল

দুর্বলতাবশত অনাথা বসে পড়ল

দুর্বলবশত অনাথা বসে পড়ল

কোনটি তদ্ভব শব্দ ?

চাঁদ

সূর্য

নক্ষত্র

গগন

নিচের কোনটি সঠিক?

বিদ্রোহী-কাব্য গ্রন্থ

শেষের কবিতা-নাট্য গ্রন্থ

বিষবৃক্ষ-উপন্যাস

নৌকা ডুবি-গল্প গ্রন্থ