কোন বানানটি শুদ্ধ?

মুহুর্মুহু

মূহুমুহু

মূহূর্মূহু

মূহুর্মূহু


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন বানানটি শুদ্ধ?

ব্যাখ্যা:

মুহুর্মুহু বানানটি শুদ্ধ।

শুদ্ধ বানান টি হল মুহুর্মুহু। যার অর্থ : বারবার, পুনঃপুন, ঘনঘন ইত্যাদি। এরূপ আরো কিছু শুদ্ধ বানান হলো মুহূর্ত, মুমূর্ষু ইত্যাদি। প্রশ্ন পর্যন্ত অন্য বানানগুলো ভুল রয়েছে।


Related Question

কোন বানানটি শুদ্ধ?

পাষাণ

পাষান

পাসান

পাশান

কোন বানানটি শুদ্ধ?

বিভিসীকা

বিভীষিকা

বীভিষিকা

বীভিষীকা

কোন বানানটি শুদ্ধ?

বিভিষিকা

বিভীষিকা

বীভিষিকা

বিভীসিকা

কোন বানানটি শুদ্ধ?

মুহুর্মুহু

মুহূর্মুহু

মূহুর্মুহু

মুহূর্মুহূ

কোন বানানটি শুদ্ধ?

সমীচীন

সমিচীন

সমীচিন

সমিচিন

কোন বানানটি শুদ্ধ?

শুশ্রুষা

সুশ্রুষা

শুশ্রূষা

সুশ্রুসা