নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?

লিনাক্স

মজিলা

উবুন্টু

উইন্ডোজ


Description (বিবরণ) :

প্রশ্ন: নিচের কোনটি অপারেটিং সিস্টেম নয়?

ব্যাখ্যা:

কিছু পরিচিত অপারেটিং সিস্টেম - - - - Android, IOS, Linux, MAC, MS - DOS, Unix, vector Linux, Xenixa, Windows - vista, XP, 7, 8, 10. Mozila একটি Browser. এরকম আরো কয়েকটি ব্রাউজার হচ্ছে - - - Nexus(www এর পরিবর্তিত রুপ), Nescape Navigator(1994), Internet Explorer (1995), Safari (2003) Google chrome,

 

মজিলা হচ্ছে ব্রাউজার


Related Question

নিচের কোনটি সঠিক?

বিদ্রোহী-কাব্য গ্রন্থ

শেষের কবিতা-নাট্য গ্রন্থ

বিষবৃক্ষ-উপন্যাস

নৌকা ডুবি-গল্প গ্রন্থ

নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?

আমি আর গেলাম না

এবার মাছ ধরা যাক

আম বোধ হয় পেঁকেছে

কুকুর লোকটিকে কামড়ালো

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----

পেট্রোলিয়াম

কয়লা

প্রাকৃতিক গ্যাস

বায়োগ্যাস

নিচের কোনটি কম্পিউটারের একটি ইনপুট যন্ত্র?

মনিটর

স্পিকার

প্রিন্টার

মাউস