'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন।

ইচ্ছাময়

ঐচ্ছিক

ইচ্ছুক

অনিচ্ছা


Description (বিবরণ) :

প্রশ্ন: 'ইচ্ছা' বিশেষ্যের বিশেষণ নির্দেশ করুন।

ব্যাখ্যা:

বিশেষ্য পদ

যে পদে সাধারণত কোনো ব্যক্তি, বস্তু, জাতি, সমষ্টি, বিষয়, স্থান, কাল, ভাব, কর্ম বা গুণের নাম বোঝানো হয় বা কোনো কিছুর নাম বোঝায় তাকে বিশেষ্য পদ বলে । যেমন - সুন্দর (বিশেষ্য) মাত্রেরই একটা আকর্ষণ শক্তি আছে। সুন্দর (বিশেষ্য) মানুষকে নিজের দিকে টানে।

বিশেষ্য পদের প্রকারভেদ : বিশেষ্য পদ ছয় প্রকার | মথা -

  1. নামবাচক
  2. জাতিবাচক
  3. বন্ত্রবাচক
  4. সমষ্টিবাচক
  5. ভাববাচক
  6. গুণবাচক

বিশেষণ পদ

যে পদ বিশেষ্য, সর্বনাম ও ক্রিয়াপদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ, বৈশিষ্ট্য, ধর্ম ইত্যাদি প্রকাশ করে, তাকে বিশেষণ পদ বলে । যেমন - তিনটি বছর। এ যে আমাদের চেনা লোক । সন্তানের প্রতি মাতৃন্রেহ আন্তরিক।

বিশেষণ পদের প্রকারভেদ : বিশেষণ পদ প্রধানত দুই প্রকার। যথা - নাম নিশেষণ ও ভাব
বিশেষণ ।


Related Question

এক কথায় প্রকাশ করুন -' পাওয়ার ইচ্ছা'

জিগিষা

ঈপ্সা

বুভুক্ষা

লিপ্সা

”বেঁচে থাকার ইচ্ছা” এক কথায়

দিদৃক্ষা

এষণা

জিজীবিষা

বাঞ্ছা

বাক্যে এক পদের পর অন্যপদ শোনার ইচ্ছাকে কী বলে?

আসত্তি

আকাঙ্ক্ষা

যোগ্যতা

আসক্তি

'ভোজন করার ইচ্ছা'--- এক কথায় কী হবে?

পেটুক

ভোজনবিলাসী

বুভুক্ষা

খাদক

'এক কথায় প্রকাশ করুন: 'অনুকরণ করার ইচ্ছা'

অনুচিকীষু

অপচিকীষার্

অনুচিকীর্ষা

উপচিকীর্ষু

'হনন করার ইচ্ছা' এক কথায় কি বলে?

জিঘাংসা

জিগীষা

দিদৃক্ষা

জুগুপ্সা