জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

রাখালী

ধানক্ষেত

বালুচর

নকসী কাঁথার মাঠ


Description (বিবরণ) :

প্রশ্ন: জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

ব্যাখ্যা:

জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ রাখালী।

রাখালী বাংলাদেশের পল্লি কবি জসীম উদ্ দীনয়ের ১৯ টি কবিতা নিয়ে তৈরি একটি কবিতার বই।

জসীম উদ্ দীনয়ের তরুন বয়সের লেখা কবিতাগুলো রয়েছ। বইটি ১৯২৭ সালে পলাশ প্রকাশনী থেকে প্রকাশ পায়। প্রচ্ছদ একেঁছেন নন্দলাল বসু। পৃষ্টা সংখ্যা ৬৮ টি। কবিতা গুলোতে পল্লির জীবন বেশি প্রভাব রয়েছে।


Related Question

জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

রাখালী

সোজন বাদিয়ার ঘাট

নক্‌শী কাঁথার মাঠ

বালুচর

নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা নয়?

ধানক্ষেত

মধুমালা

পদ্মাপাড়

এক মুঠো

জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

রাখালী

বালুচর

ধানক্ষেত

নকশী কাঁথার মাঠ

জসীমউদ্দীনের 'চলে মুসাফির ' কি ধরনের রচনা?

কবিতা

উপন্যাস

ভ্রমণ কাহিনী

আত্মজীবনী

কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়?

মাটির কান্না

হাসু

মাটির মায়া

এক পয়সার বাঁশি

কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?

১৯০৩-১৯৭৬

১৯০৫-১৯৭৬

১৯০৩-১৯৮৬

১৮৯৯-১৯৭৬