জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

রাখালী

সোজন বাদিয়ার ঘাট

নক্‌শী কাঁথার মাঠ

বালুচর


Description (বিবরণ) :

প্রশ্ন: জসীমউদ্দীনের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

ব্যাখ্যা: পল্লীকবি জসীমউদ্দীন (১৯০৩ - ১৯৭৬ খ্রি) বাংলা কাব্যে কাহিনী, কাব্য ,ছন্দ ও গীতিময়তারয় নবদিগন্তের সূচনা করেন। তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ হলো 'রাখালী' (১৯২৭) । তার প্রকাশিত অন্যান্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে - নকশী কাঁথার মাঠ (১৯২৯) , বালুচর (১৯৩০) , ধানক্ষেত (১৯৩১) , সোজনবাদিয়ার ঘাট (১৯৩৩) ,হাসু (১৯৩৮) , মা যে জননী কান্দে (১৯৬৩) ইত্যাদি।


Related Question

নিচের কোনটি কবি জসীমউদ্দীনের রচনা নয়?

ধানক্ষেত

মধুমালা

পদ্মাপাড়

এক মুঠো

জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

রাখালী

ধানক্ষেত

বালুচর

নকসী কাঁথার মাঠ

জসীমউদ্দীনের প্রথম কাব্যগ্রন্থ কোনটি?

রাখালী

বালুচর

ধানক্ষেত

নকশী কাঁথার মাঠ

জসীমউদ্দীনের 'চলে মুসাফির ' কি ধরনের রচনা?

কবিতা

উপন্যাস

ভ্রমণ কাহিনী

আত্মজীবনী

কোনটি জসীমউদ্দীনের কাব্য নয়?

মাটির কান্না

হাসু

মাটির মায়া

এক পয়সার বাঁশি

কবি জসীমউদ্দীনের জীবনকাল কোনটি?

১৯০৩-১৯৭৬

১৯০৫-১৯৭৬

১৯০৩-১৯৮৬

১৮৯৯-১৯৭৬