কাননে কুসুমকলি সকলি ফুটিল -এ বাক্যে 'কাননে' কোন কারক ও বিভত্তি?
কর্মে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
করণে শূণ্য
Description (বিবরণ) :
প্রশ্ন: কাননে কুসুমকলি সকলি ফুটিল -এ বাক্যে 'কাননে' কোন কারক ও বিভত্তি?
ব্যাখ্যা:
কাননে কুসুমকলি সকলি ফুটিল - এ বাক্যে 'কাননে' অধিকরণ কারকে সপ্তমী বিভত্তি।
ক্রিয়া সম্পাদনের কাল (সময়) এবং আধারকে অধিকরণ কারক বলে। [ অধিকরণ কারকে সপ্তমী অর্থাৎ 'এ' 'য়' 'তে' ইত্যাদি বিভক্তি যুক্ত হয়। যেমন -
আধার (স্থান): আমরা রোজ স্কুলে যাই। এ বাড়িতে কেউ নেই।
কাল (সময়): প্রভাতে সূর্য ওঠে। বসন্তে কোকিল ডাকে।
Related Question
কাননে কুসুম কলি সকলি ফুটিল -এই বাক্যে 'কাননে' কোন কারক ও বিভক্তি?
কার্মে সপ্তমী
অপাদানে সপ্তমী
অধিকরণে সপ্তমী
করণে শূণ্য
'কাননে কুসুম কলি সকলি ফুটিল' - এই বাক্যে 'কাননে' কোন কারকে কোন বিভক্তি ?
করমে ৭মী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
করনে ৭মি
‘কাননে কুসুম কলি সকলি ফুটিল’ এই বাক্যে ‘কাননে’ কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
করণে শূন্য
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
কারক ও বিভক্তি নির্ণয় করুন। কাননে কুসুমকলি সকলি ফুটিল-
কর্তায় শূন্য
কর্মে শূন্য
করণে দ্বিতীয়া
অপাদানে দ্বিতীয়া
’কাননে কুসুমকলি সকলি ফুটল’ বাক্যে ’কুসুমকলি’ কোন কারকে কোন বিভক্তি?
অপাদানে প্রথমা
কর্তায় শূণ্য
কর্মে শূণ্য
অধিকরণে শূণ্য
‘কাননে কুুসুমকলি সকলি ফুটিল’ এই বাক্যে ‘কাননে’ কোন কারকে কোন বিভক্তি?
কর্মে ৭মী
অপাদানে ৭মী
অধিকরণে ৭মী
করণে ৭মী