'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়'- চরণটি কার রচনা ?

ঈশ্বরগুপ্ত

রবীন্দ্রনাথ ঠাকুর

রঙ্গলাল

মধুসুধন দত্ত


Description (বিবরণ) :

প্রশ্ন: 'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়'- চরণটি কার রচনা ?

ব্যাখ্যা:

স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় - চরণটির রচয়িতা হলেন রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়।

অন্যদিকে ঈশ্বর চন্দ্র গুপ্তের ও মাইকেল মধুসূদন দত্তের বিখ্যাত চরণ হলো - আপনাকে বড় বলে বড় সেই নয়, জন্মিলে মরিতে হবে।

মরিতে চায় না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবার চায় - রবীন্দ্রনাথ ঠাকুর এর চরনণ।


Related Question

'স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায়' চরণটি কার রচনা?

ঈশ্বরচন্দ্র গুপ্ত

মধুসূদন দত্ত

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়

মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল?

২৬ মার্চ, ১৯৭১

১০ এপ্রিল, ১৯৭১

৬ সেপ্টেম্বর, ১৯৭১

১০ নভেম্বর, ১৯৭১

স্বাধীনতার আগে পাপুয়া নিউগিনি কোন দেশের অধীন ছিল?

ব্রিটেন

ফ্রান্স

অস্ট্রেলিয়া

নিউজিল্যান্ড