কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?

১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ

৬০০-৯৫০ খ্রিষ্টাব্দ

১৩৫১-১৫০০ খ্রিষ্টাব্দ

৬০০-৭৫০ খ্রিষ্টাব্দ


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?

ব্যাখ্যা:

বাংলা সাহিতে্যর যুগবিভাগে আমরা তিনটি যুগ লক্ষ্য করি । ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রাচীন যুগ, ১২০১ থেকে ১৮০০ খ্রিস্টাব্দ পর্যন্ত মধ্যযুগ এবং ১৮০১ খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ। কিন্তু এ যুগবিভাগের মধ্যে ১২০১ খ্রিস্টাব্দ থেকে ১৩৫০ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে অনেক সমালোচক মধ্যযুগের অন্তর্ভুক্ত বলে স্বীকার করতে চান না। তারা এ সময়কে ‘অন্ধকার যুগ’বলে মনে করেন। তাদের মতে, এই ১৫০ বছর বাংলা সাহিত্যে কোনো সাহিত্যকর্ম সৃষ্টি হয়নি।


Related Question

কোন সময়কে বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয়?

৬০০-৯০০ খ্রি.

১২০১-১৩৫০ খ্রি.

১৩৫১-১১৪৫০ খ্রি.

৯৫০-১২০০ খ্রি.

কোন সময়কে বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয় ?

১২০১-১৩৫০ খ্রি.

৬০০-৯৫০ খ্রি.

৬০০-৭৫০ খ্রি.

কোনটিই নয়

কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?

১৩৫১-১৫০০

৬০০-৭৫০

১২০১-১৩৫০

৬০০-৯৫০

কোন সময়কে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে?

তর্কি যুগ

সুলতানি যুগ

মোঘল যুগ

দাস যুগ

কোনোটিই নয়

কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?

১২০১-১৩৫০

৬০০-৭৫০

৬০০-৯৫০

১৩৫১-১৫০০