কোন সময়কে বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয় ?

১২০১-১৩৫০ খ্রি.

৬০০-৯৫০ খ্রি.

৬০০-৭৫০ খ্রি.

কোনটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: কোন সময়কে বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয় ?

ব্যাখ্যা:

ত্রয়োদশ শতাব্দী: বাংলা সাহিত্যের "অন্ধকার যুগ"

বাংলা সাহিত্যের ১২০১ - ১৩৫০ খ্রি. পর্যন্ত সময়কে “অন্ধকার যুগ” বা “বন্ধ্যা যুগ” বলে কেউ কেউ মনে করেন। হুমায়ুন আজাদ তার “লাল নীল দীপাবলি বা বাঙলা সাহিত্যের জীবনী” গ্রন্থে (পৃ. ১৭) লিখেছেন - “১২০১ থেকে ১৩৫০ পর্যন্ত সময়ের মধ্যে রচিত কোন সাহিত্য কর্মের পরিচয় পাওয়া যায়না বলে এ - সময়টাকে বলা হয় ‘অন্ধকার যুগ’। পণ্ডিতেরা এ - সময়টাকে নিয়ে অনেক ভেবেছেন, অনেক আলোচনা করেছেন, কিন্তু কেউ অন্ধকার সরিয়ে ফেলতে পারেন নি। এ - সময়টির দিকে তাকালে তাই চোখে কোন আলো আসেনা, কেবল আঁধার ঢাকা চারদিক। ” কিন্তু, ওয়াকিল আহমদ তাঁর ‘বাংলা সাহিত্যের পুরাবৃত্ত’ (পৃ. ১০৫) - এ লিখেছেন - “বাংলা সাতিহ্যের কথিত ‘অন্ধকার যুগ’ মোটেই সাংস্কৃতিক বন্ধ্যাত্বের যুগ ছিল না। ধর্ম - শিক্ষা শিল্প চর্চার দায়িত্ব যাদের উপর ন্যস্ত ছিল, তারা সীমিত আকারে হলেও শিক্ষা সাহিত্য চর্চায় নিয়োজিত ছিলেন। তবে, কি হিন্দু কি মুসলমান কেউ লোকভাষা বাংলাকে গ্রহণ করেননি। বাংলা সাহিত্যের নিদর্শন না থাকার এটাই মুখ্য কারণ। ”

এসময়ের সাহিত্য নিদর্শন: ১. প্রাকৃত ভাষার গীতি কবিতার সংকলিত গ্রন্থ ‘প্রাকৃত পৈঙ্গল’ ২. রামাই পন্ডিত রচিত ‘শূন্যপুরাণ’ (গদ্যপদ্য মিশ্রিত) ৩. হলায়ুধ মিশ্র রচিত ‘সেক শুভোদয়া’ (গদ্যপদ্য মিশ্রিত) ৪. ডাক ও খনার বচন

  • ‘নিরঞ্জনের উষ্মা’ শূন্যপুরাণ এর অন্তর্গত একটি কবিতা।

সূত্র: উইকিপিডিয়া


Related Question

কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?

১২০১-১৩৫০ খ্রিষ্টাব্দ

৬০০-৯৫০ খ্রিষ্টাব্দ

১৩৫১-১৫০০ খ্রিষ্টাব্দ

৬০০-৭৫০ খ্রিষ্টাব্দ

কোন সময়কে বাংলা সাহিত্যের 'অন্ধকার যুগ' বলা হয়?

৬০০-৯০০ খ্রি.

১২০১-১৩৫০ খ্রি.

১৩৫১-১১৪৫০ খ্রি.

৯৫০-১২০০ খ্রি.

কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?

১৩৫১-১৫০০

৬০০-৭৫০

১২০১-১৩৫০

৬০০-৯৫০

কোন সময়কে বাংলা সাহিত্যে অন্ধকার যুগ বলে?

তর্কি যুগ

সুলতানি যুগ

মোঘল যুগ

দাস যুগ

কোনোটিই নয়

কোন সময়কে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ বলা হয়?

১২০১-১৩৫০

৬০০-৭৫০

৬০০-৯৫০

১৩৫১-১৫০০