বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
পালি
অপভ্রংশ
অবহট্র
সংস্কৃত
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
ব্যাখ্যা:
বাংলা ভাষা ও সাহিত্য অপভ্রংশ কাছে প্রত্যক্ষভাবে ঋণী।
প্রথম সহস্রাব্দে বাংলা যখন মগধ রাজ্যের একটি অংশ ছিল তখন মধ্য ইন্দো - আর্য উপভাষাগুলি বাংলায় প্রভাবশালী ছিল। এই উপভাষাগুলিকে মাগধী প্রাকৃত বলা হয় এবং এটি আধুনিক বিহার, বাংলা ও আসামে কথিত হত। এই ভাষা থেকে অবশেষে অর্ধ - মাগধী প্রাকৃতের বিকাশ ঘটে।
প্রথম সহস্রাব্দের শেষের দিকে অর্ধ - মাগধী থেকে অপভ্রংশের বিকাশ ঘটে। সময়ের সাথে সাথে বাংলা ভাষা একটি স্বতন্ত্র ভাষা হিসেবে বিকশিত হয়।
Related Question
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ?
মহাভারত
চর্যাপদ
রামায়ণ
জঙ্গনামা
বাংলা ভাষা ও সাহ্যিতের প্রাচীন নিদর্শন কোনটি ?
বৈষ্ণবপদাবলী
শ্রীকৃষ্ণকীর্তন
চর্যাপদ
রামায়ণ
'সবুজ পত্র' বাংলা ভাষা ও সাহিেত্য কী হিসেবে পরিচিত?
একটি বিখ্যাত কাব্যগ্রন্থ
এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন
বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
ছোটগল্প
নাটক
কাব্য
উপন্যাস
'সবুজ পত্র' বাংলা ভাষা ও সাহিত্যে কি হিসেবে পরিচিত?
বিখ্যাত একটি কাব্যগ্রন্থ
এক শ্রেণীর লেখকদের আলোচিত রচনা সংকলন
বিশেষ উল্লেখযোগ্য সাহিত্য পত্রিকা
অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ও নাটক
বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
মহাভারত
রামায়ণ
বঙ্গনামা
চর্যাপদ