'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
আল-মাহমুদ
ফররুখ আহমদ
তালিম হোসেন
গোলাম মোস্তফা
Description (বিবরণ) :
প্রশ্ন: 'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?
ব্যাখ্যা:
সিরাজাম মুনিরা - কাব্যগ্রন্থের রচয়িতা ফররুখ আহমদ। ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের সিরাজাম মুনিরা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৫২ সালে ঢাকায়। তার পরপ্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ " সাত সাগরের মাঝি" প্রকাশিত হয় ১৯৪৪ সালে কলকাতা থেকে। এ কাব্যটি প্রকাশের মধ্য দিয়েই তিনি কবি খ্যাতির শীর্ষে আরোহণ করেন।
Related Question
'সিরাজাম মুনীরা ' কাব্যগ্রন্থের কবি কে?
আহসান হাবীব
ফররুখ আহমদ
আবুল হোসেন
সৈয়দ আলী আহসান
'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের কবি কে?
আহসান হাবীব
ফররুখ আহমদ
আবুল হোসেন
সৈয়দ আলী আহসান
‘সিরাজাম মুনীরা’ কোন ভাষায় রচিত গ্রন্থ?
বাংলা
ফারসি
আরবি
উর্দু