'সিরাজাম মুনীরা ' কাব্যগ্রন্থের কবি কে?

আহসান হাবীব

ফররুখ আহমদ

আবুল হোসেন

সৈয়দ আলী আহসান


Description (বিবরণ) :

প্রশ্ন: 'সিরাজাম মুনীরা ' কাব্যগ্রন্থের কবি কে?

ব্যাখ্যা:

'সিরাজুম মুনীরা ' কাব্যগ্রন্থের কবি ফররুখ আহমদ।

ইসলামী রেনেসাঁর কবি ফররুখ আহমদের সিরাজাম মুনীরা কাব্যগ্রন্থ প্রকাশিত হয় ১৯৫২ সালে ঢাকায়। তার প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ ‘সাত সাগরের মাঝি’ প্রকাশিত হয় ১৯৪৪ সালে কলকাতা থেকে। প্রকাশ করেন কবি বেনজীর আহমদ। এ কাব্যটি প্রকাশের মধ্য দিয়ে কবি খ্যাতির শীর্ষে আরোহণ করেন।

কবির ‘সিরাজাম মুনীরা’ কাব্যগ্রন্থের মধ্যে যে কবিতাগুলো রয়েছে তার নাম ‘সিরাজাম মুনীরা’ মুহম্মদ মুস্তফা, হযরত আবুবকর সিদ্দিক, উমর দরাজ দিল, ওসমান গনি, আলী হায়দার, শহীদে কারবাল, মন, আজ সংগ্রাম, এই সংগ্রাম, প্রেমপন্থী, অশ্রুবিন্দু, গাওসুলআজম, সুলতামুল হিন্দ, খাজা নকসবন্দ, মুজাদ্দিদে আলফেসানী, মৃত্যু সংকট, অভিযাত্রীদের প্রার্থনা, মুক্তধারা ও পিপাসা।


Related Question

'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের রচয়িতা কে?

আল-মাহমুদ

ফররুখ আহমদ

তালিম হোসেন

গোলাম মোস্তফা

'সিরাজাম মুনীরা' কাব্যগ্রন্থের কবি কে?

আহসান হাবীব

ফররুখ আহমদ

আবুল হোসেন

সৈয়দ আলী আহসান