'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?

অগ্নিবীণা

বিষের বাঁশি

দোলন চাঁপা

বাঁধনহারা


Description (বিবরণ) :

প্রশ্ন: 'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ?

ব্যাখ্যা:

'বিদ্রোহী' কবিতাটি কবি নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যগ্রন্থের অন্তর্গত।

অগ্নিবীণা বিংশ শতাব্দীর প্রথমার্ধের অন্যতম জনপ্রিয় বাঙালি কবি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ। এটি ১৩২৯ বঙ্গাব্দের কার্তিক মাসে (অক্টোবর, ১৯২২ খ্রিষ্টাব্দ) প্রকাশিত হয়। এই গ্রন্থে মোট বারোটি কবিতা আছে।

কবিতাগুলি হচ্ছে - ‘প্রলয়োল্লাস (কবিতা)’, ‘বিদ্রোহী’, ‘রক্তাম্বর - ধারিণী মা’, ‘আগমণী’, ‘ধূমকেতু’, কামাল পাশা’, ‘আনোয়ার ‘রণভেরী’, ‘শাত - ইল - আরব’, খেয়াপারের তরণী’, কোরবানী’ ও মোহররম’।


Related Question

'বিদ্রোহী' কবিতা কোন কাব্যের অন্তর্গত?

দোলনচাঁপা

বিষের বাঁশী

সাম্যবাদী

অগ্নিবীণা

”বিদ্রোহী” কবিতাটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অর্ন্তগত?

ভাঙ্গার গান

অগ্নিবীণা

প্রলয় শীখা

বিষের বাঁশি