' জীবন থেকে নেয়া' , 'স্টপ জেনোসাইড' , 'লেট দেয়ার বি লাইট' কার লেখা ?

জহির রায়হান

শামসুর রাহমান

সৈয়দ মুজতবা আলী

সৈয়দ ওয়ালীউলাহ

কোনটিই নয়


Description (বিবরণ) :

প্রশ্ন: ' জীবন থেকে নেয়া' , 'স্টপ জেনোসাইড' , 'লেট দেয়ার বি লাইট' কার লেখা ?

ব্যাখ্যা:

' জীবন থেকে নেয়া' , 'স্টপ জেনোসাইড' , 'লেট দেয়ার বি লাইট' জহির রায়হানের লেখা।

জহির রায়হান (১৯ আগস্ট ১৯৩৫ - ৩০ জানুয়ারি ১৯৭২) একজন প্রখ্যাত বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক, ঔপন্যাসিক, এবং গল্পকার। বাংলা সাহিত্যের গল্প শাখায় অবদানের জন্য তিনি ১৯৭২ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।

তার রচিত প্রথম উপন্যাস শেষ বিকেলের মেয়ে ১৯৬০ সালে প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য উল্লেখযোগ্য উপন্যাস হলো হাজার বছর ধরে ও আরেক ফাল্গুন। হাজার বছর ধরে উপন্যাসের জন্য ১৯৬৪ সালে আদমজী সাহিত্য পুরস্কার লাভ করেন। তার নির্মিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি (১৯৬১)।

১৯৬৪ সালে কাঁচের দেয়াল চলচ্চিত্রের জন্য তিনি নিগার পুরস্কার লাভ করেন। তার নির্মিত অন্যান্য চলচ্চিত্রগুলো হলো বেহুলা, সঙ্গম, আনোয়ারা এবং জীবন থেকে নেয়া। স্টপ জেনোসাইড প্রামাণ্যচিত্রে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ভয়াবহ চিত্র তুলে ধরে প্রশংসিত হন।


Related Question

আঞ্চলিক ভিত্তিতে জীবন প্রত্যাশা (Life expectancy) সবচেয়ে বেশি -------

ইউরোপে

উত্তর আমেরিকায়

জাপান

মধ্য এশিয়ায়

কোন দুটি জীবনানন্দ দাশ রচিত কাব্যগ্রন্থ ?

বেলা অবেলা কালবেলা ও ধূসর পান্ডলিপি

বনলতা সেন ও উত্তর ফাল্গনী

ঝরা পালক ও রাখালী

ছাড়পত্র ও বনলতা সেন

কবি জসিমউদ্দীনের জীবনকাল কোনটি?

১৯০৩-১৯৭৬

১৮৮৯-১৯৬৬

১৮৯৯-১৯৭৯

১৯১০-১৯৮৭

' সুন্দর হে, দাও দাও সুন্দর জীবন। হউক দূর অকল্যান সকল অশোভন।' --- চরণ দুটি কার লেখা?

কাজী নজরুল ইসলাম

রবীন্দ্রনাথ ঠাকুর

গোলাম মোস্তফা

শেখ ফজলল করিম

'চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা' - বাক্যটি কার রচনা

আলাওল

ঈশ্বরচন্দ্র গুপ্ত

মাইকেল মধুসূদন দত্ত

শাহাদাৎ হোসেন