আফ্রিকা মহাদেশের মানচিত্র ' Horn of Africa' তে কোন দেশটি অবস্থিত--
ইথিওপিয়া
নাইজেরিয়া
কেনিয়া
সুদান
Description (বিবরণ) :
প্রশ্ন: আফ্রিকা মহাদেশের মানচিত্র ' Horn of Africa' তে কোন দেশটি অবস্থিত--
ব্যাখ্যা:
আফ্রিকার শিং (Horn of Africa) আফ্রিকার একটি উপদ্বীপের নাম। জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া, সোমালিয়া – এ চারটি দেশ নিয়ে গঠিত “আফ্রিকার শিং” খ্যাত অঞ্চল বা Horn of Africa। এই অঞ্চলটি অ্যারাবিয়্যান সাগর থেকে ১০০ কিলোমিটার দূরে এবং গালফ অফ এডেন এর বরাবর দক্ষিণে অবস্থিত ও এর প্রসার ঘটেছে আফ্রিকা মহাদেশের পূর্ব প্রান্তিক অংশে। সোমালিয়ার উত্তর - পূর্ব দিকে শিং এর আকারে আরব সাগরে প্রসারিত হয়েছে বলে অঞ্চলটির নামকরণ করা হয়েছে আফ্রিকার শিং নামে। কেউ কেউ সুদান ও উত্তর - পূর্ব কেনিয়াকেও এই অঞ্চলের আওতায় রাখতে চান।
Related Question
আফ্রিকা মহাদেশের মানচিত্রে Horns of Africa -তে কোন দেশটি অবস্থিত?
ইথিওপিয়া
নাইজেরিয়া
কেনিয়া
সুদান
উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কি?
জ্যামিতিক সীমারেখা
ঔপনিবেশিক সীমারেখা
উপজাতিভিত্তিক সীমারেখা
অচিহ্নিত সীমারেখা
কফি আনান আফ্রিকা মহাদেশ থেকে নিয়োগকৃত জাতিসংঘের কততম মহাসচিব?
প্রথম
তৃতীয়
দ্বিতীয়
চতুর্থ
দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
৩০০ বছর
৩৩৫ বছর
৩৪২ বছর
৫০০ বছর
আফ্রিকা মাগুরের বৈজ্ঞানিক নাম কি?
Lobeo rohita
Clarias gariepinous
Danio devaria
Pampus chinessis
আফ্রিকার কোন দেশে বাংলাকে বিশেষ মর্যাদা দেয়া হয়েছে-
মিশর
লাইবেরিয়া
সিয়েরা লিওন
আইভরিকেস্ট