লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের চিত্রকর?

ফ্রান্স

জার্মানি

ইতালি

বেলজিয়াম


Description (বিবরণ) :

প্রশ্ন: লিওনার্দ্যে দ্য ভিঞ্চি কোন দেশের চিত্রকর?

ব্যাখ্যা:

লিওনার্দ্যে দ্য ভিঞ্চি ইতালীয় রেনেসাঁসের কালজয়ী চিত্রশিল্পী। অবশ্য বহুমুখী প্রতিভাধর লিওনার্দ্যে দ্য ভিঞ্চির অন্যান্য পরিচয়ও সুবিদিত - ভাস্কর, স্থপতি, সঙ্গীতজ্ঞ, সমরযন্ত্রশিল্পী এবং বিংশ শতাব্দীর বহু বৈজ্ঞানিক আবিষ্কারের নেপথ্য জনক। লিওনার্দ্যে দ্য ভিঞ্চির জন্ম ফ্লোরেন্সের অদূরবতী ভিঞ্চি নগরের এক গ্রামে, ১৪৫২ সালের ১৪/১৫ই এপ্রিল। তার বিখ্যাত শিল্পকর্মগুলোর মধ্যে মোনালিসা, দ্য লাস্ট সাপার অন্যতম।