নিচের কোন দেশটি Group of Seven(G-7) এর সদস্য নয়?

কানাডা

ইতালি

সুইডেন

জাপান


Description (বিবরণ) :

প্রশ্ন: নিচের কোন দেশটি Group of Seven(G-7) এর সদস্য নয়?

ব্যাখ্যা:

Group of Seven(G - 7) এর সদস্য নয় সুইডেন।

জি৭ (গ্রুপ অব সেভেন) হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংঘ।

ইউরোপীয় ইউনিয়ন ও জি৭ এ প্রতিনিধিত্ব করে। এই সাতটি দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের সাতটি মূল উন্নত অর্থনীতির দেশ।


Related Question

নিচের কোনটি সঠিক?

বিদ্রোহী-কাব্য গ্রন্থ

শেষের কবিতা-নাট্য গ্রন্থ

বিষবৃক্ষ-উপন্যাস

নৌকা ডুবি-গল্প গ্রন্থ

নিচের কোনটি ভাব বাচ্যের উদাহরণ?

আমি আর গেলাম না

এবার মাছ ধরা যাক

আম বোধ হয় পেঁকেছে

কুকুর লোকটিকে কামড়ালো

নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয় -----

পেট্রোলিয়াম

কয়লা

প্রাকৃতিক গ্যাস

বায়োগ্যাস

নিচের কোন ঘটনাটি সুদের হার হ্রাসে সবচেয়ে বেশি কার্যকরী?

অর্থনৈতিক মন্দা

মুদ্রাস্ফীতি

মূল্যহ্রাস

বাজেট ঘাটতি

নিচের কোন উক্তিটি সঠিক?

বায়ু একটি যৌগিক পদার্থ

বায়ু একটি মৌলিক পদার্থ

বায়ু একটি মিশ্র পদার্থ

বায়ু বলতে অক্সিজেন ও নাইট্রোজেনকেই বুঝায়