নিত্য ব্যবহার্য বহু ' এরোসোলের' কৌটায় এখন লেখা থাকে 'সিএফসি' বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?
ফুসফুসে রোগ সৃষ্টি করে
গ্রিন হাউজ ইফেক্টে অবদান রাখে
ওজোনস্তরে ফুটো সৃষ্টি করে
দাহ্য বলে অগ্নিকাণ্ডের সম্ভাবনা ঘটায়
Description (বিবরণ) :
প্রশ্ন: নিত্য ব্যবহার্য বহু ' এরোসোলের' কৌটায় এখন লেখা থাকে 'সিএফসি' বিহীন। সিএফসি গ্যাস কেন ক্ষতিকারক?
ব্যাখ্যা:
হিমায়করুপে ব্যবহার্য সিএফসি গ্যাস ব্যবহার করলে দীর্ঘ দিনের ব্যবধানে ওজন স্তরে গিয়ে অতি বেগুনী রশ্মীর উপস্থিতিতে জটিল বিক্রিয় করে ওজন স্তর ক্ষয় করে। এজন্য সিএফসি একটি নিরব ধাতক।
Related Question
নিত্য মূর্ধণ্য-ষ কোন শব্দে বর্তমান?
কষ্ট
উপনিষৎ
কল্যাণীয়েষু
আষাঢ়
নিত্য মূর্ধন্য-ষ কোন শব্দে বর্তমান?
কষ্ট
উপনিষৎ
কল্যাণীয়েষু
আষাঢ়
কোনটি নিত্য সমাসের সমস্তপদ ?
সেতার
প্রত্যহ
গ্রামান্তর
সহোদর
নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ ?
এয়ো
কবিরাজ
সন্তান
কৃতদার
নিচের কোনটি নিত্যবৃত্ত অতীত ?
পড়াতাম
পড়ালাম
পড়িয়েছিলাম
পড়াবো
নিত্য স্ত্রীবাচক শব্দ কোনটি?
মজুরানী
ঠাকুরানী
মলিনা
সৎমা