চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
৩৮৭ জন
৩৭৫ জন
৩৫৭ জন
৩৭৮ জন
Description (বিবরণ) :
প্রশ্ন: চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে কতজন বাংলাদেশে প্রত্যাবর্তন করেন?
ব্যাখ্যা:
চাকমা শরণার্থীদের দ্বিতীয় দফায় ১ম দিন অর্থাৎ ২১ জুলাই ১৯৯৪ তারিখে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন ৩৭৫ জন।
রোহিঙ্গা - বিতর্কের মধ্যেই হাজোং ও চাকমা উপজাতির শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। পাঁচ দশক আগে তত্কালীন পূর্ব পাকিস্তান থেকে হাজোং ও চাকমা শরণার্থীরা ভারতে আসে। এদের বেশিরভাগেরই অরুণাচল প্রদেশের শরণার্থী শিবিরে বাস। সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে এই দুই উপজাতির শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্র।
টাস্কফোর্সের প্রধান নির্বাহী কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র চাকমা, স্থানীয় সরকারের বিভাগীয় পরিচালক দীপক চক্রবর্তী, রাঙ্গামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদ ও তিন পার্বত্য জেলা পরিষদের প্রতিনিধিরা।
Related Question
ব্রিটিশ বণিকদের বিরুদ্ধে একজন চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা উড়িয়েছিলেন, তার নাম-----
রাজা ত্রিদিব রায়
রাজা ত্রিভুবন চাকমা
জুম্মা খান
জান বখশ খাঁ
চাকমা সম্প্রদায় কোন জেলার অধিবাসী ?
ময়মনসিংহ
সিলেট
বগুড়া
রাঙ্গামাটি
চাকমা জনগোষ্ঠীর লোকসংখা সর্বাধিক---
রাঙ্গামাটি জেলায়
খাগড়াছড়ি জেলায়
বান্দরবান জেলায়
সিলেট জেলায়
চাকমা উপজাতিরা প্রধানত কোন ধর্মালম্বী?
বৌদ্ধ
হিন্দু
খ্রীষ্টান
প্রকৃতি পূজারি