লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ?

ধাঁধা

ছড়া

প্রবাদ

গাথা কাহিনী


Description (বিবরণ) :

প্রশ্ন: লোক সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি ?

ব্যাখ্যা:

ছড়া মানুষের মুখে মুখে উচ্চারিত ঝংকারময় পদ্য। এটি সাধারণতঃ স্বরবৃত্ত ছন্দে রচিত। এটি সাহিত্যের একটি প্রচীন শাখা। যিনি ছড়া লেখেন তাকে ছড়াকার বলা হয়। ‘ছেলেভুলানো ছড়া’, ‘ঘুম পাড়ানি ছড়া’ ইত্যাদি ছড়া দীর্ঘকাল যাবৎ প্রচলিত। প্রাচীনকাল থেকে ইংরেজি ভাষায় ননসেন্স রাইম প্রচলিত রয়েছে কারণ ছড়ার প্রধান দাবী ধ্বনিময়তা ও সুরঝংকার, অর্থময়তা নয়।

প্রাচীন যুগে ‘ছড়া’ সাহিত্যের মর্যাদা না পেলেও বর্তমানে সে তার প্রাপ্য সম্মান অর্জন করতে সক্ষম হয়েছে। যদিও এখনও অনেকেই ছড়াসাহিত্যকে শিশুসাহিত্যেরই একটি শাখা মনে করেন কিংবা সাহিত্যের মূলধারায় ছড়াকে স্বীকৃতি দিতে চান না। কেউ কেউ ছড়াকে কবিতা বলার পাশাপাশি আধুনিক গদ্যকবিতার যুগে এসব মিলযুক্ত কবিতা (অন্ত্যমিল) বা পদ্যের অবস্থানকে হালকা করে দেখেন। তবে পদ্য (কবিতা) এবং ছড়ার মধ্যে মূল পার্থক্য হচ্ছে - পদ্যের বক্তব্য সহজবোধ্য ও স্পষ্ট হলেও কিন্তু ছড়ায় রহস্যময়তা থাকে।


Related Question

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

চট্টগ্রামে

বগুড়ায়

সোনারগাঁওয়ে

রামপালে

'গম্ভীরা' বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত?

পার্বত্য চট্টগ্রাম

সিলেট

রাজশাহী

রংপুর

সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণের জন্য বায়ু থেকে গ্রহণ করে-

জলীয় বাষ্প

অক্সিজেন

নাইট্রোজেন

কার্বন-ডাই-অক্সাইড

বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?

ঢাকা

ময়নামতি

রাজশাহী

সোনারগাঁও

'নিরালোকে দিব্যরথ' কাব্যগ্রন্থটি কার লেখা ?

সিকান্দার আবু জাফর

আল মাহমুদ

শামসুর রহমান

সৈয়দ শামসুল হক