ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন-
রামরাম বসু
মাইকেল মধুসূদন দত্ত
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মদনমোহন তর্কালঙ্কার
Description (বিবরণ) :
প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন-
ব্যাখ্যা:
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা ভাষার চর্চা করতেন - রামরাম বসু। ফোর্ট উইলিয়াম কলেজ ছিল ব্রিটিশ ভারতর গভর্নর জেনারেল - লর্ড ওয়েলেসলি পরিচালিত একটি প্রাচ্য শিক্ষাকেন্দ্র। এটি ১৮০০ সালের ১০ জুলাই কলকাতার ফোর্ট উইলিয়াম চত্বরে প্রতিষ্ঠিত হয়। এই কলেজে বাংলা বিভাগ চালু করা হয় ২৪ মে ১৮০১ সালে। রামরাম বসু বাংলা গদ্য সাহিত্যের আদি লেখক। তিনি ফোর্ট উইলিয়াম কলেজে মুন্সি ও সংস্কৃত বিষয়ে শিক্ষকতা করতেন এবং উইলিয়াম ক্যারি কে বাইবেল অনুবাদে সহায়তা করেন।
Related Question
ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়?
১৭৯৯ খ্রিঃ
১৮০০ খ্রিঃ
১৮০২ খ্রিঃ
১৮০৪ খ্রিঃ
ফোর্ট উইলিয়াম কলেজ কত খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠিত হয়?
১৭৯৫
১৭৯৯
১৮০০
১৮০১
ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যক্ষ কে ছিলেন?
উইলিয়াম কেরি
লর্ড ওয়েলেসলি
মৃত্যুঞ্জল বিদ্যালঙ্কার
রামরাম বসু
ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন?
উইলিয়াম কেরি
রামরাম বসু
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ খোলা হয় কত সালে?
১৮০০
১৮০১
১৮০২
১৮০৩
ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় কত সালে?
১৮০১
১৮০২
১৮০৩
১৮০৪