বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----
ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ
ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়
হরপ্রসাদ শাস্ত্রী
ডক্টর সুকুমার সেন
Description (বিবরণ) :
প্রশ্ন: বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----
ব্যাখ্যা:
মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী (৬ ডিসেম্বর, ১৮৫৩ – ১৭ নভেম্বর, ১৯৩১) ছিলেন বিখ্যাত বাঙালি ভারততত্ত্ববিদ, সংস্কৃত বিশারদ, সংরক্ষণবিদ ও বাংলা সাহিত্যের ইতিহাস রচয়িতা। তার আসল নাম ছিল হরপ্রসাদ ভট্টাচার্য। তিনি বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদের আবিষ্কর্তা। তিনি সন্ধ্যাকর নন্দী রচিত রামচরিতম্ বা রামচরিতমানস পুঁথির সংগ্রাহক।
Related Question
বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?
দশম থেকে চতুর্দশ শতাব্দী
একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে ------
সংস্কৃত
পালি
প্রাকৃত
অপ্রভ্রংশ
শব্দার্থ অনুসারে বাংলা ভাষার শব্দ সমষ্টিকে ভাগ করা যায় ----
দুই ভাগে
তিন ভাগে
চার ভাগে
পাঁচ ভাগে
বাংলা ভাষার মুল উৎস কোনটি?
কানাড়ি বাড়ি
বৈদিক ভাষা
হিন্দি ভাষা
প্রাকৃত ভাষা
উৎপত্তি অনুসারে বাংলা ভাষার শব্দসমূহ কয়ভাগে বিভক্ত?
২ ভাগে
৩ ভাগে
৪ ভাগে
৫ ভাগে
বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
২০০৭
১৯০৭
১৯০৯
১৯১৬