বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে ------

সংস্কৃত

পালি

প্রাকৃত

অপ্রভ্রংশ


Description (বিবরণ) :

প্রশ্ন: বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে ------

ব্যাখ্যা:

সংস্কৃত থেকে নয়, প্রাকৃত ভাষা থেকেই উদ্ভব ঘটেছে বাংলা ভাষার। প্রাচীন ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে মনের ভাব প্রকাশের নানা রীতি চালু ছিল। সেখান থেকেই অঞ্চলভেদে উৎপত্তি হয় ভিন্ন ভিন্ন প্রাকৃতভাষা। আমাদের এই নদী বিধৌত পূর্ব অঞ্চলের মানুষেরা যে প্রকৃত ভাষায় কথা বলতে, তা হলো মাগধী।


Related Question

বাংলা ভাষার আদি স্তরের স্থিতিকাল কোনটি?

দশম থেকে চতুর্দশ শতাব্দী

একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী

দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী

ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী

বাংলা ভাষার প্রথম কাব্য সংকলন 'চর্যাপদ' --এর আবিষ্কারক----

ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহ

ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায়

হরপ্রসাদ শাস্ত্রী

ডক্টর সুকুমার সেন

বাংলা ভাষার মুল উৎস কোনটি?

কানাড়ি বাড়ি

বৈদিক ভাষা

হিন্দি ভাষা

প্রাকৃত ভাষা