' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় -----
মুকুন্দরাম চক্রবর্তী
ভারতচন্দ্র রায়
মদনমোহন তর্কালঙ্কার
কামিনী রায়
Description (বিবরণ) :
প্রশ্ন: ' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় -----
ব্যাখ্যা:
রায়গুণাকর ভারতচন্দ্র রায় (১৭১২ – ১৭৬০) অষ্টাদশ শতাব্দীর শ্রেষ্ঠ বাঙালি কবি ও মঙ্গলকাব্যের সর্বশেষ শক্তিমান কবি।
Related Question
' আমার সন্তান যেন থাকে দুধেভাতে' এ প্রার্থনাটি করেছে -----
ভাঁডুদত্ত
চাঁদ সওদাগর
ঈশ্বরী পাটনী
নলকুবের