' আমার সন্তান যেন থাকে দুধেভাতে' এ প্রার্থনাটি করেছে -----
ভাঁডুদত্ত
চাঁদ সওদাগর
ঈশ্বরী পাটনী
নলকুবের
Description (বিবরণ) :
প্রশ্ন: ' আমার সন্তান যেন থাকে দুধেভাতে' এ প্রার্থনাটি করেছে -----
ব্যাখ্যা: অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি ভারতচন্দ্র রায়গুণাকর (আনুমানিক ১৭০৭ - ১৭৬০ খ্রি.) রচিত 'অন্নদামঙ্গল' কাব্যে ঈশ্বরী পাটনী, হীরা মালিনী প্রভৃতি চরিত্র একান্ত বাস্তব হয়ে ফুটে উঠেছে। আলোচ্য উক্তিটির মাধ্যমে বাংলা সাহিত্যের অমর চরিত্র ঈশ্বরী পাটনী অন্নদা (চণ্ডী) দেবীর কাছে প্রার্থনা করেছিলেন।
Related Question
' আমার সন্তান যেন থাকে দুধে-ভাতে' লাইনটি নিম্নোক্ত একজনের কাব্যে পাওয়া যায় -----
মুকুন্দরাম চক্রবর্তী
ভারতচন্দ্র রায়
মদনমোহন তর্কালঙ্কার
কামিনী রায়