'পার হইয়া' এর চলিত রুপ কোনটি?

পেরিয়ে

পার হয়ে

পার হইয়্যা

পারিয়ে


Description (বিবরণ) :

প্রশ্ন: 'পার হইয়া' এর চলিত রুপ কোনটি?

ব্যাখ্যা:

সাধুরীতি তে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। অন্যদিকে সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। যেমন:

সাধুরীতি - চলিত রীতি

তাহাকে(সর্বনাম) - তাকে

পার হইয়া( ক্রিয়া) - পেরিয়ে


Related Question

জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ -----

এরা অনেক ছোট হয়

এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে

এরা পানিতে জন্মে

এদের পাতা অনেক কম থাকে

জাপানের পার্লামেন্টের নাম-----

ডায়েট

পিনসাস

নেসেট

সোরা

জাপান পার্ল হারবার আক্রমণ করে -------

৭ ডিসেম্বর ১৯৪১

২৩ জুন ১৪৪২

৩ নভেম্বর ১৯৪২

২৬ জুলাই ১৯৪৩

পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম ------

ওএইউ

আরব লীগ

জিসিসি

ওএএস