'পার হইয়া' এর চলিত রুপ কোনটি?
পেরিয়ে
পার হয়ে
পার হইয়্যা
পারিয়ে
Description (বিবরণ) :
প্রশ্ন: 'পার হইয়া' এর চলিত রুপ কোনটি?
ব্যাখ্যা:
সাধুরীতি তে সর্বনাম ও ক্রিয়াপদ এক বিশেষ গঠন পদ্ধতি মেনে চলে। অন্যদিকে সাধু রীতিতে ব্যবহৃত সর্বনাম ও ক্রিয়াপদ চলিত রীতিতে পরিবর্তিত ও সহজতর রূপ লাভ করে। যেমন:
সাধুরীতি - চলিত রীতি
তাহাকে(সর্বনাম) - তাকে
পার হইয়া( ক্রিয়া) - পেরিয়ে
Related Question
'পার হইয়া' এই ক্রিয়া পদের সাধু রূপটি চলিত রূপে রূপান্তর করলে হবে?
পার হয়ে
পারায়ে
পেরিয়ে
পার হইয়ে
কোন পতঙ্গ তার নিজের ওজনের ৫০ গুন বেশি ওজন বহন করতে পারে?
প্রজাপতি
পিঁপড়া
মশা
মাকড়শা
জলজ উদ্ভিদ সহজে ভাসতে পারে, কারণ -----
এরা অনেক ছোট হয়
এদের কান্ডে অনেক বায়ু কুঠুরী থাকে
এরা পানিতে জন্মে
এদের পাতা অনেক কম থাকে
জাপানের পার্লামেন্টের নাম-----
ডায়েট
পিনসাস
নেসেট
সোরা
জাপান পার্ল হারবার আক্রমণ করে -------
৭ ডিসেম্বর ১৯৪১
২৩ জুন ১৪৪২
৩ নভেম্বর ১৯৪২
২৬ জুলাই ১৯৪৩
পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম ------
ওএইউ
আরব লীগ
জিসিসি
ওএএস